শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যুদ্ধ ও নিষেধাজ্ঞার পথ পরিহার করুন, বিশ্বনেতাদের শেখ হাসিনা

শান্তি ও মানবজাতির কল্যাণে বিশ্বনেতাদের নতুন করে চিন্তার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় যুদ্ধ ও নিষেধাজ্ঞা পরিহারে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, ‘বিশ্বনেতাদের প্রতি আবেদন, যুদ্ধ, স্যাংশান ও সংঘাতের পথ পরিহার করুন। আমাদের জনগণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী শান্তি, মানবজাতির কল্যাণ ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করুন।’

যুদ্ধ ও সংঘাত মানুষের জীবনের কষ্ট বাড়ায় উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, আমি নিজে নিপীড়িত এবং যুদ্ধ ও হত্যার নৃশংসতার প্রত্যক্ষদর্শী হিসেবে যুদ্ধ, হত্যা, অভ্যত্থান ও সংঘাতের ভয়াবহতার জন্য মানুষ যে বেদনা ও যন্ত্রণা সহ্য করে তা অনুভব করতে পারি।

সাধারণ সভায় দেয়া ভাষণে প্রধানমন্ত্রী ১৯৭৫ সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার তথ্য তুলে ধরেন। এছাড়া ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৩০ লাশ মানুষকে হত্যা ও দুই লাখ নারীকে নির্মম নির্যাতনের কথাও তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ