মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে শুভ সূচনা চেন্নাইয়ের

বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে জয় দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

গতরাতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চেন্নাই ৬ উইকেটে হারিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন চেন্নাইয়ের মুস্তাফিজ।

চেন্নাইয়ের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ব্যাঙ্গালুরু। ৪ ওভারে ৩৭ রান তুলে ব্যাঙ্গালুরুকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার কোহলি ও অধিনায়ক দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস।

এ অবস্থায় ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবারের মত মুস্তাফিজকে বোলিংয়ে আনে চেন্নাই। নিজের প্রথম ওভারে মাত্র ৪ রান দিয়ে জোড়া উইকেট তুলে নেন মুস্তাফিজ। ওভারের তৃতীয় বলে ডু-প্লেসিসকে ও শেষ বলে রজত পাতিদারকে বিদার করেন ফিজ। ডু-প্লেসিস ২৩ বলে ৩৫ ও পাতিদার খালি হাতে বিদায় নেন।

১২তম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে আবারও জোড়া উইকেট শিকার করেন মুস্তাফিজ। ২০ বলে ২১ রান করা কোহলিকে এবং ২২ বলে ১৮ রান করা অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে বোল্ড করেন ফিজ। এই ওভারে মাত্র ৩ রান দেন তিনি। ২ ওভার বল করে ৭ রানে ৪ উইকেটে পকেটে ভরেন ফিজ।

২১ রানের ইনিংস খেলার পথে বিশে^র ষষ্ঠ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ১২ হাজার রান পূর্ণ করেন কোহলি।

মুস্তাফিজের তোপে ৭৮ রানে ৫ উইকেট হারায় ব্যাঙ্গালুরু। তবে ষষ্ঠ উইকেটে ৫০ বলে ৯৫ রান যোগ করে ব্যাঙ্গালুরুকে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ এনে দেন অনুজ রাওয়াত ও দিনেশ কার্তিক। ৪টি চার ও ৩টি ছক্কায় রাওয়াত ২৫ বলে ৪৮ এবং ৩টি চার ও ২টি ছক্কায় কার্তিক ২৬ বলে অপরাজিত ৩৮ রান করেন।

নিজের শেষ দুই ওভারে যথাক্রমে- ৭ এবং ১৬ রান নেন মুস্তাফিজ। ম্যাচে ৪ ওভারে ২৯ রানে ৪ উইকেট নেন ফিজ। আইপিএলে এটিই সেরা বোলিং ফিগার মুস্তাফিজের। আগেরটি ছিলো ২০১৬ সালে নিজের প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট শিকার করেছিলেন ফিজ। এছাড়া চেন্নাইয়ে হয়ে অভিষেকে যৌথভাবে সেরা বোলিং ফিগারের নজিরও গড়েন বাংলাদেশের কাটার মাস্টার।

১৭৪ রানের টার্গেটে খেলতে নেমে ৮ বল বাকী রেখেই জয় তুলে নেয় চেন্নাই। দলের পক্ষে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ১৫ বলে ৩৭, শিবম দুবে ২৮ বলে অপরাজিত ৩৪, আজিঙ্কা রাহানে ১৯ বলে ২৭ এবং রবীন্দ্র জাদেজা ১৭ বলে অনবদ্য ২৫ রান করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ