মঙ্গলবার, ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মুকসুদপুরে ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষে বিএনপির লিফলেট বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষে, গোপালগঞ্জ-১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনের সংসদ পদপ্রার্থী,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায়, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফের ১৬ টি ইউনিয়নে এবং পৌর সভায় মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুর তত্ত্বাবধানে এ কর্মসূচিতে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হচ্ছে।

গত ১অক্টোম্বর হতে নিয়মিভাবে প্রতিদিন এই কর্মসূচি চলমান রয়েছে। মুকসুদপুর পৌরসভার মুকসুদপুর সদর বাজার, চন্ডীবর্দী সোনালী ব্যাংক বাসস্ট্যান্ড, টেংরাখোলা চৌরঙ্গি মোড়, কমলাপুর বাসস্ট্যান্ড,কলেজ মোড়সহ বিভিন্ন স্থানে জনগনের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এছাড়া উপজেলার ১৬টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইউনিয়নের তৃনমুল পর্যায়ে হাটবাজার ও বাড়ী বাড়ী, গত ১অক্টোম্বর হতে লিফলেট বিতরণের কার্যত্রুম শুরু হয়ে বর্তমানে চলমান রয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি/ সাধারন সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণে অংশ নেন। কর্মসূচিতে উপজেলা বিএনপির সহ-সভাপতিদ্বয় কে ইউনিয়নের কো-অর্ডিনেটর ও ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে সদস্য করে ৩ সদস্যের প্রচারণা কমিটি গঠন করা হয়, যার সাথে সহযোগিতা করবেন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তারেক রহমান প্রস্তাবিত ৩১ দফা প্রস্তাবনা পত্র ও জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ১ থেকে মনোনয়ন প্রত্যাশি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) সেলিমুজ্জামান সেলিম এর প্রচার পত্র বিলি কর্মসূচি নির্বাচনের আগপর্যন্ত ধারবাহিক চলতে থাকবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ