মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাঠে ঢুকেছে সাপ, হাত দিয়ে দেখালেন সাকিব!

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) অভিষেক ম্যাচেই ভিন্ন এক অভিজ্ঞতা হলো সাকিব আল হাসানের।

আজ সোমবার গল টাইটান্সের হয়ে ডাম্বুলা আউরার বিপক্ষে মাঠে নেমেছিলেন সাকিব। ডাম্বুলার ইনিংসের চতুর্থ ওভার শেষে সাকিবের হাতে সবেমাত্র বল তুলে দেওয়া হয়েছে; এমন সময় মাঠে ঢুকে পড়ল আস্ত একটা সাপ! আঙুল তুলে বিশালকায় সেই সাপ দেখিয়ে দিলেন সাকিব স্বয়ং।

এই সরীসৃপকে দেখে বন্ধ হয়ে গেল খেলা।

সাকিব তখনো একটাও বল করেননি। মাঠে ছুটে এলেন ম্যাচ অফিশিয়াল। তিনি সাপটিকে ভয় দেখিয়ে কোনোমতে মাঠ থেকে বের করে দেন। দুই দলের ক্রিকেটাররাই এই ঘটনায় বেশ মজা করছিলেন।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার ভিডিও পোস্ট করে লিখেছে, ‘এই আগন্তুক, তোমার পরিচয়পত্র কোথায়? এমনকি শ্রীলঙ্কার বন্য প্রাণীরাও এলপিএল না দেখে থাকতে পারল না!’

সাপটি মাঠের বাইরে যাওয়ার পর ফের শুরু হয় খেলা। গল টাইটান্সের দেওয়া ১৮১ রানের টার্গেটে ব্যাট করছিল ডাম্বুলা আউরা। শেষ পর্যন্ত তারা নির্ধারিত সময়ে ৭ উইকেটে ১৮০ রান তোলায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেই সুপার ওভারে ৯ রান করে ডাম্বুলা।

ভানুকা রাজাপক্ষের একটি করে ছক্কা ও চারে ২ বলেই সেটি তাড়া কর গল। শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় সাকিবের গল টাইটান্স। বল হাতে ১৪ বলে ২৩ আর বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে সাকিবের শিকার ১ উইকেট।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ