বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মহিপুর মৎস্য বন্দরে অগ্নিকান্ডে ৩১ প্রতিষ্ঠান পুড়ে ছাই, ৩ কোটি টাকার ক্ষয় ক্ষতি

পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে দেশের ২য় মৎস্য বন্দর মহিপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাথমিক ভাবে ৩ কোটি টাকার ক্ষয় ক্ষতি নির্ধারন করেছে ক্ষতিগ্রস্ত মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমিতি ।

ঘটনার পর পর ঢাকা থেকে ছুটে এসে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে দুই বান্ডেল ঢেউ টিন, নগদ ৬ হাজার টাকা এবং প্রধান মন্ত্রীর পক্ষ থেকে ঈদ সামগ্রী তুলে দেন তিঁনি। এসময় তাঁর সাথে ছিলেন কলাপাড়া ইউএনও মো: রবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, কুয়াকাটা পৌর মেয়র মো: আনোয়ার হোসেন হাওলাদার প্রমূখ।

সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার কিছু সময় পরই কালো ধোঁয়ার সঙ্গে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে সমগ্র আড়ৎ পট্টিতে। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণ আনার আগেই ২৯টি মৎস্য আড়ৎ, ১টি মুদি দোকান ও ১টি চায়ের দোকান পুড়ে যায়।

কলাপাড়া ফায়ার সার্ভিস সিভিল স্টেশনের টিম লিডার ইলিয়াস জানান, খবর পেয়ে অগ্নিনির্বাপক দলের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি এই অগ্নিকাণ্ডে ক্ষয় ক্ষতির পরিমাণ ৩ কোটি কোটি টাকা ছাড়িয়ে যাবে।

মহিপুর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম বলেন, অগ্নিকান্ডের এ ঘটনায় মৎস্য আড়ৎ ব্যবসায়ীরা নি:স্ব হয়ে গেছে। প্রাথমিক ভাবে ৩ কোটি টাকার ক্ষতি নির্ধারন করেছে ক্ষতিগ্রস্ত মৎস্য আড়ৎ ব্যবসায়ীরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ