শনিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভৈরবে সংঘর্ষে কিশোর নিহত

ফাইল ফটো।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে তোফাজ্জল হোসেন আনন্দ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তোফাজ্জল হোসেন আনন্দ (১৬) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি ভৈরব পৌরসভার গাছতলাঘাট এলাকার ভাড়াটিয়া। তার বাবা পেশায় একজন পাদুকা ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাতে তোফাজ্জল হোসেন আনন্দ (১৬) তার বন্ধুদের সঙ্গে ভৈরব বাজার থেকে বাসায় ফিরছিলেন। এই সময় দুর্জয় মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। সেখানে তোফাজ্জল হোসেন আনন্দের মাথায় ইটপাটকেলের আঘাত লাগে। এতে তিনি আহত হন। বাসায় আসার পর অতিরিক্ত বমি করায় তাকে দ্রুত বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ