রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়েছে।এতে ঘটনাস্থলেই দুই পথচারীর মৃত্যু হয়।মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে বংশালের কসাইটুলি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ভূমিকম্প শুরুর মুহূর্তে ভবনের রেলিং হঠাৎ ভেঙে নিচে পড়ে। এ সময় সড়ক দিয়ে হাঁটতে থাকা তিন পথচারী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “ভূমিকম্পের মধ্যে কেপি ঘোষ স্ট্রিটের ওই পাঁচ তলা ভবন থেকে রেলিং ভেঙে পড়ে।”
উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭ । ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন বাসা থেকে বের হয়ে আসে। ঝাঁকুনিতে অনেকের বাসায় শেলফ ও টেবিল থেকে জিনিসপত্র পড়ে যায়







