বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতকে ঘরের মাঠে হোয়াইটওয়াশের ইতিহাস গড়লো নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিনার আজাজ প্যাটেলে ঘূর্ণিতে ঘরের মাঠে তিন বা বেশি ম্যাচের সিরিজে প্রথমবারের মত হোয়াইটওয়াশ হলো স্বাগতিক ভারত।

আজ রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের তৃতীয় দিন নিউজিল্যান্ডের কাছে ২৫ রানে হেরেছে ভারত। ম্যাচে ১৬০ রানে ১১ উইকেট নেন প্যাটেল। সিরিজের প্রথম দুই টেস্ট যথাক্রমে- ৮ উইকেটে এবং ১১৩ রানে হেরেছিলো ভারত। ১৯৮৩ সালের পর তিন ম্যাচের সিরিজে তিন টেস্টই হারলো টিম ইন্ডিয়া। নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম কোন সিরিজের তিন ম্যাচই জিতলো নিউজিল্যান্ড।

প্রথম ইনিংসে ২৮ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৯ উইকেটে ১৭১ রান করেছিলো নিউজিল্যান্ড। ১ উইকেট হাতে নিয়ে ১৪৩ রানে এগিয়ে ছিলো কিউইরা।

তৃতীয় দিন ১৪ বল খেলে বাকী ১ উইকেটে মাত্র ৩ রান যোগ করে নিউজিল্যান্ড। ৮ রানে প্যাটেলকে শিকার করে নিউজিল্যান্ডকে ১৭৪ রানে অলআউট করে দেন ভারতের স্পিনার রবীন্দ্র জাদেজা। ৫৫ রানে ৫ উইকেট নেন জাদেজা। প্রথম ইনিংসে ৬৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ৭৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বার ম্যাচে ১০ উইকেট নিলেন জাদেজা।

জয়ের জন্য ১৪৭ রানের টার্গেটে খেলতে নেমে ৭.১ ওভারে ২৯ রানে ৫ উইকেট হারায় ভারত। ১৯৯৮ সালের পর এই প্রথম ঘরের মাঠে এত কম ওভারে ৫ উইকেট হারালো টিম ইন্ডিয়া। এরমধ্যে শুভমান গিল, বিরাট কোহলি ও সরফরাজ খানকে ১ রানের বেশি করতে দেননি প্যাটেল।

খাদের কিনারায় পড়া ভারতকে টেনে তোলার চেষ্টা করেন উইকেটরক্ষক ঋসভ পান্ত। ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে ৪২ ও সপ্তম উইকেটে ওয়াশিংটন সুন্দরের সাথে ৩৫ রান যোগ করে ভারতের রান ১’শতে নিয়ে যান পান্ত। ৪৮ বলে টেস্টে ১৪তম অর্ধশতক করেন পান্ত।

দলীয় ১০৬ রানে সপ্তম ব্যাটার হিসেবে প্যাটেলের বলে পান্ত আউট হলে বড়সড় ধাক্কা খায় ভারত। ৯টি চার ও ১টি ছক্কায় ৫৭ বলে ৬৪ রান করা পান্তÍ ফেরার পর অষ্টম উইকেটে ১৫ রানের জুটি গড়ে ভারতের জয়ের আশা বাঁচিয়ে রাখেন সুন্দর ও রবীচন্দ্রন অশ্বিন।

দলীয় ১২১ রানে অশ্বিনকে শিকার করে জুটি ভাঙেন স্পিনার গ্লেন ফিলিপস। পরের বলে আকাশ দীপকেও শিকার করেন ফিলিপস। এতে জয় থেকে ১ উইকেট দূরে ছিল নিউজিল্যান্ড। ৩০তম ওভারের প্রথম বলে ১২ রান করা সুন্দরকে বোল্ড করে ভারতকে ১২১ রানে গুটিয়ে দিয়ে নিউজিল্যান্ডকে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বাদ দেন প্যাটেল।

৫৭ রানে ৬ উইকেট নেন প্যাটেল। প্রথম ইনিংসে ১০৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ২১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার ম্যাচে ১০ উইকেট নিলেন প্যাটেল। ২০২১ সালে এই ভেন্যুতেই এক ইনিংসে ১১৯ রানে ১০ উইকেট শিকার করেছিলেন ভারতীয় বংশোদ্ভুত এই বাঁ-হাতি স্পিনার। ফলে ভারতের মাটিতে সফরকারী বোলারদের মধ্যে এক ভেন্যুতে সর্বোচ্চ ২৫ উইকেট শিকারের রেকর্ড গড়লেন ২ ম্যাচ খেলা প্যাটেল। আগেরটি ছিলো ইংল্যান্ডের ইয়ান বোথামের। মুম্বাইয়ের এই ভেন্যুতেই ২ ম্যাচ খেলে ২২ উইকেট শিকার করেছিলেন বোথাম।

ম্যাচ সেরা হয়েছেন প্যাটেল। ২৪৪ রান করে সিরিজ সেরা হন নিউজিল্যান্ডের উইল ইয়ং।

এই হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারালো ভারত। ১৪ ম্যাচে ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেল টিম ইন্ডিয়া। ১২ ম্যাচে ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

সিরিজের তৃতীয় টেস্ট জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের চতুর্থস্থানে উঠলো নিউজিল্যান্ড। ১১ ম্যাচে ৫৪.৫৫ শতাংশ পয়েন্ট আছে তাদের। ৯ ম্যাচে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে শ্রীলংকা। ৮ ম্যাচে ৫৪.১৭ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালের দৌড়ে টিকে আছে টেবিলের শীর্ষে থাকা এই পাঁচ দল।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ