বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বকাপ ভারতের হাতছাড়া ৬ কারণে

বিশ্বকাপ হাতছাড়া হলো ভারতের। পরপর দশ ম্যাচ জেতার পর এগারো নম্বর ম্যাচে পরাজয়। অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ২০২৩ ফাইনাল ম্যাচে হেরেছে ভারত। কারণ? সেটার খোঁজে এই প্রতিবেদন

অভিজ্ঞতার অভাব: ভারতের প্রথম একাদশে নবীন ও প্রবীণের মিশেল ছিল। এমন একাধিক ক্রিকেটার ছিলেন যারা এই প্রথম ওডিআই বিশ্বকাপ ফাইনাল খেলতে নেমেছিলেন। তরুণ শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব প্রত্যাশা পূরণ করতে পারেননি। প্রতিযোগিতার অন্যান্য ম্যাচে রান পেলেও চাপের ফাইনালে বড় কিছু করে দেখাতে তারা ব্যর্থ।

সূর্যকুমার যাদবের অফ ফর্ম: সূর্যকুমার যাদবকে বিশ্বকাপ স্কোয়াডে দেখে অনেকেই খুশি হতে পারেননি। টুর্নামেন্টের শুরুর দিকে কিছু রান পেলেও পরে নিজের ছন্দের ধারেকাছেও ছিলেন না তিনি। সেমিফাইনালে ওঠার আগে থেকে ফর্মে ছিলেন না সূর্য।

অপরীক্ষিত লোয়ার মিডল অর্ডার: বিশ্বকাপ ২০২৩ এর বেশিরভাগ ম্যাচে ভারতের টপ অর্ডার ক্লিক করেছিল। দলের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করেছিলেন রোহিত, গিল, বিরাট কিংবা আইয়ার। দলের লোয়ার মিডল অর্ডারকে কিন্তু সেই অর্থে পরীক্ষার মুখে পড়তে হয়নি।

হার্দিকের অভাব: ভারত পরপর ম্যাচ জিতছিল ঠিকই কিন্তু কিছু বিষয় ছিল দলের বিপক্ষে। যেমন একজন যোগ্য অলরাউন্ডারের অভাব। হার্দিক পান্ডিয়ার বিকল্প ভারতীয় স্কোয়াডে ছিল না। শার্দুল ঠাকুর হার্দিক হতে পারেননি।

সিরাজের অফ ফর্ম: মহম্মদ শামির চোখ ধাঁধানো বোলিং ঢেকে দিচ্ছিল অনেক কিছু। শামি শুরু থেকে কেরিয়ারের সেরা ফর্মে ছিলেন। জসপ্রীত বুমরাহ নিজের মতো করে বল করেছিলেন। তুলনায় বাকিদের পারফরম্যান্স চলে গিয়েছিল আলোচনার অনেকটা বাইরে। মহম্মদ সিরাজের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকবে।

অতিরিক্ত আত্মবিশ্বাস: প্রাথমিক পর্বে পরপর নয় ম্যাচ পরাজয়। সেমিফাইনালেও কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি দলকে। অতিরিক্ত আত্মবিশ্বাস কি পেয়ে বসেছিল টিম ইন্ডিয়াকে? প্রশ্ন থাকবেই। কোলকাতা ২৪।

এনএফ/ এসএ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ