শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বকাপ ব্রাজিলই নিবে মনে হচ্ছে: অপু বিশ্বাস


ছোটবেলা থেকে ব্রাজিলকে সমর্থন করে আসছি। এখন খেলা বুঝে সমর্থন করি। আমার কাছে ব্রাজিল টিমকেই বেশি ভালো লাগে। তবে ফুটবল দলকে সমর্থন নিয়ে অনেক সময় অপ্রত্যাশিত ঘটনা দেখি যেগুলো কাম্য নয়। বিশ্বকাপে বিভিন্ন দলের সমর্থন থাকতে পারে, কারও সঙ্গে দলাদলি যেন না হয় এটা প্রত্যাশা করি। তবে ব্রাজিল কিন্তু এবার অন্যরকম টিম। শেষ খেলায় ৪-১ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে তারা। পুরো মাঠজুড়ে ব্রাজিলের নান্দনিক খেলায় মুগ্ধ হয়েছি। আর নেইমার ইনজুরি থেকে ফিরেছেন। ফিরেই কিন্তু গোল করেছেন তিনি।

তবে ব্রাজিল কোনো একক খেলোয়াড়ের ওপর নির্ভর টিম না। পুরো টিম এক গতিতে খেলে। এটাই ব্রাজিলের প্লাস পয়েন্ট। ব্রাজিল আমি মনে করি ফাইনাল খেলবে। বিশ্বকাপ ব্রাজিলই নিবে মনে হচ্ছে। আমি নিজেও সেই প্রত্যাশা করি। যদিও কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নেই। তারপরও ব্রাজিল অন্যদের চাইতে কিছুটা এগিয়ে আছে। আমি এবার খেলা দেখছি ব্যস্ততার মাঝেও। বিশেষ করে ব্রাজিলের খেলা মিস করছি না। রাত জেগে প্রিয় দলের খেলা দেখার আনন্দই আলাদা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ