বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশ্বকাপে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে: প্রধানমন্ত্রী

বিশ্বকাপ খেলতে ভারতে অবস্থান করা বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসরে খেলোয়াড়রা নিজেদের নিংড়ে দিয়ে দেশের সম্মান বজায় রাখবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আমি তাদের বলব যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবে সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে- সেটাই আমি চাই।’

বাংলাদেশের খেলা থাকলে সব সময় যোগাযোগ রাখেন প্রধানমন্ত্রী। খেলোয়াড়দের সঙ্গে কথা বলেও দেন অনুপ্রেরণা। তার নজর বিশ্বকাপেও থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী, ‘আমার সঙ্গে সব সময় তাদের যোগাযোগ থাকে। আসার আগেও আমি কথা বললাম। খেলোয়াড়দের সঙ্গেও আমি কথা বলি। যারা সংগঠক তাদের সঙ্গেও কথা বলি। আমি সব সময় খেয়াল রাখি। সব রকম সহযোগিতা করে থাকি।’

প্রধানমন্ত্রীর আশা, ‘বিশ্বকাপে আমরা যে সুযোগ পেয়েছি, এটা সবচাইতে ভালো দিক। ভালোভাবে খেলতে পারলে, ভালো রেজাল্ট করতেও পারবে। আমি আশাবাদী সব সময়।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ