বিরতি ভেঙে ফের কাজে ফিরলেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা। বেশকিছু কাজের মাধ্যমেই আলোচনায় এসেছিলেন এ অভিনেত্রী। তবে দীর্ঘদিন বিরতিতে ছিলেন ব্যক্তিগত নানা ঝামেলায়। চলতি বছরের শুরুতে তিনি একটি ইন্দো-ইতালীয় সিনেমায় সাইন করছেন। মুম্বইয়ের একাধিক জায়গায় এই সিনেমার শুটিং হয়। তবে সে ছবির কাজ এতদিন বন্ধ ছিল। সম্প্রতি গৌতম ঘোষের পরিচালনায় আবারো সেই সিনেমার শুটিং শুরু করেছেন অভিনেত্রী। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা। এদিকে এ সিনেমায় তার একটি শুটিংয়ের ছবি ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রীকে একটি সিল্কের শাড়ি এবং ন্যূনতম মেকআপে দেখা যায়।
চলচ্চিত্রটি একটি দম্পতি এবং তাদের সন্তানের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। জানা গেছে, শিগগিরই সিনেমার গোটা টিম ভারতের মধ্য প্রদেশের জবলপুরে যাবে শুটিংয়ের জন্য। হিন্দি এবং ইংরেজি দুটি ভাষাতেই শুটিং করা হবে এই সিনেমাটি। পরে ইতালীয় ভাষায় ডাব করা হবে। সিনেমার গল্প লিখেছেন গৌতম ঘোষ এবং জগন্নাথ গুহ। এ ছাড়াও রয়েছেন ইতালীয় চিত্রনাট্যকার অ্যামেডিও প্যাগানিনি এবং সার্জিও স্কাপাগনিনি। জানা গেছে, চিত্রাঙ্গদা আরও নতুন দু’টি ছবিতে সামনে চুক্তিবদ্ধ হচ্ছেন। সেগুলো সম্পর্কেও বিস্তারিত জানাবেন শিগগিরই।