বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিমানের জাপান ফ্লাইট এ মাসেই চালু

The helicopter shot from Dhaka, Bangladesh with blue sky

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি মাসেই ঢাকা থেকে জাপানের নারিতা রুটে ফ্লাইট শুরু করছে । এ বিষয়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। রোববার বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহিদ হোসেন এ তথ্য জানান।

বিমান এমডি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ঢাকা-নারিতা রুটে ফ্লাইট শুরু হবে। তবে এর সম্ভাব্য তারিখ আগামী ২৯ নভেম্বর। সবকিছু ঠিক থাকলে এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে জাপানের নারিতার উদ্দেশে উড়াল দেবে বিমানের প্রথম একটি বাণিজ্যিক ফ্লাইট। ২ ডিসেম্বর যাত্রী নিয়ে বিমানের ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

বিমান কর্মকর্তারা জানান, নারিতায় ফ্লাইট চালুর ক্ষেত্রে জাপান সরকারের অনুমোদন পেয়েছে বিমান। সম্প্রতি বিদেশি পর্যটকদের জন্য জাপানকে উন্মুক্ত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, এ কারণেই দেশটিতে বিমানের পরিষেবা পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলে যাচ্ছে। এতদিন করোনাভাইরাসের কারণে জাপানে পর্যটক ভ্রমণ নিষিদ্ধ ছিল। ঢাকা থেকে সরাসরি আকাশপথে নারিতা যেতে সময় লাগে প্রায় সাড়ে ১০ ঘণ্টা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ