শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুই যুগের মহাপরিকল্পনার খসড়া বাতিলের দাবিতে মানববন্ধন

অন্তবর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুই যুগের মহাপরিকল্পনা-২০২৫ এর খসড়া বাতিলের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর বারোটায় স্বেচ্ছাসেবী সংগঠন কলাপাড়া প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম এর আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী এ মানবন্ধনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ স্থানীয় সচেতন মহল অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম এর আহবায়ক অমল মুখার্জি, সদস্য সচিব নজরুল ইসলাম, সদস্য মেজবাহ উদ্দিন মাননু, মনোয়ারা বেগম ও বেসরকারী সংস্থা প্রান্তজনের মাঠ সমন্বয়ক সাইফুল্লাহ মাহমুদ।

বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ২০২৬ থেকে ২০৫০ সালের দুই বছরের জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনাটির খসড়া গণতান্ত্রিক প্রক্রিয়া ও স্বচ্ছতা নিশ্চিত না করেই তৈরি করা হয়েছে। এ পরিকল্পনার মাধ্যমে সাধারন মানুষের উপর উচ্চ ঝুঁকিপূর্ণ ও বহুমাত্রিক প্রভাবসম্পন্ন জ্বালানি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এছাড়া এ পরিকল্পনায় পরিবেশ ও সমাজের প্রভাব পর্যাপ্তভাবে বিবেচনা করা হয়নি। তাই এ মহাপরিকল্পনা বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুই যুগের এ মহাপরিকল্পনাটি প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রনালয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ