শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএসপিএ স্পোর্টস কার্নিভালের ‘পাওয়ার স্পন্সর’ ভিসতা

আগামী রোববার (২১ সেপ্টেম্বর) শুরু হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) নিয়মিত বার্ষিক আয়োজন ‘বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৫’। এবারের আসরে প্রথমবারের মতো পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’। পাশাপাশি পাওয়ার স্পন্সর হিসেবে যুক্ত হলো দেশের স্বনামধন্য ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ভিসতা ইলেকট্রনিকস লিমিটেড’।

ভিসতা ইলেকট্রনিকসের ডিরেক্টর (করপোরেট অ্যাফেয়ার্স ও পিআর) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বিএসপিএর স্পোর্টস কার্নিভালে প্রথমবারের মতো আমরা ভিসতা পরিবার যুক্ত হয়েছি। এবার আছি পাওয়ার স্পন্সর হিসেবে। ভবিষ্যতেও ইনশাল্লাহ বিএসপিএ’র এ ধরনের আয়োজনে পাশে থাকার চেষ্টা করব।’

বিএসপিএর সাধারণ সম্পাদক মো. সামন হোসেন বলেন, ‘বিএসপিএ স্পোর্টস কার্নিভালে ভিসতা প্রথমবার যুক্ত হওয়ায় আমরা তাদের স্বাগত জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই ডন ভাইকে। আশা করছি আরও বড় পরিসরে ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবেন।’

আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ‘বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৫’ এর বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। যেখানে উপস্থিত থাকবেন মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও পাওয়ার স্পন্সর ভিসতার ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স ও পিআর) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বিএসপিএ’র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব-সহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ