রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপির গায়ে অন্য সিল মারলে পরিণতি ভালো হবে না: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন,অনেকেই বলছে বিএনপি ১/১১ আনার স্বপ্ন দেখছে। এ কথার প্রতিবাদে মির্জা আব্বাস বলেন, যদি এই কথা কেউ বলে থাকে তাহলে সে তার নিজ দায়িত্বে বলেছে বিএনপি এর কোনো দায়ভার নেবে না।

মির্জা আব্বাস আরো বলেন,২০০৭ সালের ১/১১ এর পরিণতি বিএনপি সবচেয়ে বেশি ভোগ করেছিল।তৃণমূল নেতা থেকে শুরু করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পর্যন্ত কেউই ১/১১ থেকে রেহাই পায়নি।

তিনি আরো বলেন, নতুন রাজনৈতিক দল যেমন অপরিপক্ষ তেমনি অপরিপক্ষ সেই দলের নেতা,যা তাদের কথা থেকে বোঝা যায়।নতুন রাজনৈতিক দলেন কেউ কেউ এমন মন্তব্য করেছে যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর। তিনি বলেন, বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এ কথার প্রতিবাদে মির্জা আব্বাস বলেন,ভারতের দোসর আওয়ামী লীগের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায়,তারা আগে নিজের চেহারা আয়নায় দেখুন,নিজের অন্তরটাকে আয়নায় দেখুন। তিনি প্রশ্ন করেন বিএনপি কে অন্য শিবিরে ঠেলে দেওয়ার উদ্দেশ্য কি? এসব করে দেশবাসীকে ফাঁকি দেওয়ার চেষ্টা না করার জন্য নিষেধ করেন তিনি।

বিএনপি’র উপর যেন আওয়ামীলীগের সিল দেওয়া না হয় এজন্য তিনি হুঁশিয়ার করেন। সেই সাথে বিভিন্ন ইউটিউব ব্লগার যারা প্রবাসে থেকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের মদদ দেন,তাদের উদ্দেশ্যে হুঁশিয়ার করে বলেন এমন কোন কার্যক্রম না করতে যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ