শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ জুনিয়র গলফ চ্যম্পিয়নশীপ ২০২৩ সমাপ্ত

১৬-১৮ অক্টোবর ২০২৩ পর্যন্ত তিন দিনব্যাপী “বাংলাদেশ জুনিয়র গলফ চ্যম্পিয়নশীপ ২০২৩’’, কুর্মিটোলা গলফ ক্লাবে সমাপ্ত হয়েছে। জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমা-ার, লজিস্টিকস এরিয়া এবং প্রেসিডেন্ট, জুনিয়র ডিভিশন গলফ, বাংলাদেশ গলফ ফেডারেশন মেজর জেনারেল মোঃ মঈন খান, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ বুধবার কুর্মিটোলা গলফ ক্লাবে বিজয়ী জুনিয়র গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং আর্মি গলফ ক্লাবের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় ফেডারেশনের অধিভূক্ত ১৪ টি গলফ ক্লাবের মধ্য থেকে ৮টি গলফ ক্লাব, বাংলাদেশ গলফ একাডেমি এবং বাংলাদেশ সেনাবাহিনী গলফ দলের মোট ৫০ জন জুনিয়র গলফার (ছেলে এবং মেয়ে) বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন (বেস্ট গ্রস- ৫৪ হোল) হওয়ার গৌরব অর্জন করে কুর্মিটোলা গলফ ক্লাবের মুন্না মিঞা, উইনার (ছেলে – অনুর্ধ ১৬ বছর) মোঃ সিদরাতুল রাহাত সাঈদী, রংপুর গলফ এন্ড কান্ট্রি ক্লাব, রানার আপ (ছেলে – অনুর্ধ ১৬ বছর) মোঃ সিহাব হোসেন, যশোর গলফ এন্ড কান্ট্রি ক্লাব, উইনার (ছেলে – অনুর্ধ ২১ বছর) মুন্না মিঞা, কুর্মিটোলা গলফ ক্লাব, রানার আপ ছেলে – অনুর্ধ ২১ বছর) মোঃ রোমান মিঞা, রংপুর গলফ এন্ড কান্ট্রি ক্লাব, উইনার (মেয়ে – অনুর্ধ ২১ বছর) অন্তরা, বাংলাদেশ গলফ একাডেমি।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী জুনিয়র গলফারগণ ছাড়াও ডাইরেক্টর টুর্নামেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), যুগ্ম সচিব কর্নেল মোঃ শহিদুল হক (অবঃ) এবং বাংলাদেশ গলফ ফেডারেশন ও কুর্মিটোলা গলফ ক্লাবের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ