শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ছেড়ে ডোমিঙ্গোর সঙ্গী ডোনাল্ড

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল ডিপি ওর্য়াল্ড লায়ন্সের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। লায়ন্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ৫৭ বছর বয়সী ডোনাল্ড।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেইজে ডোনাল্ডের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে লায়ন্স। সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে লায়ন্স লিখেছে, ‘প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ড ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের কোচিং স্টাফে যোগ দিয়েছেন। দলে স্বাগতম অ্যালান।’

লায়ন্সের পোস্টটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ারও করেছেন ডোনাল্ড।
লায়ন্সের প্রধান কোচ হিসেবে আছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো। তাই বাংলাদেশ দলকে ছেড়ে যাবার পর আবারও ডোমিঙ্গোর সাথে জুটি বাঁধছেন ডোনাল্ড।

লায়ন্সের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা।
সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপ শেষেই বাংলাদেশের সাথে সম্পর্কের ইতি টানেন ডোনাল্ড।

২০২২ সালের মার্চে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার অধীনে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলারদের উন্নতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু সদ্য সমাপ্ত বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ ছিলো বাংলাদেশের পেসাররা। এরপরই বাংলাদেশ ছাড়ার সিদ্বান্ত নেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২ টেস্টে ৩৩০ উইকেট ও ১৬৪ ওয়ানডেতে ২৭২ উইকেট নেয়া ডোনাল্ড।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ