রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র।

আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে গেলো কয়েকমাস ধরেই অতি আগ্রহ দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। আসন্ন নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই প্রশ্নোত্তর চলছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ। এ সময় আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করে যুক্তরাষ্ট্র। মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই এবং আমাদের এই নীতি অব্যাহত থাকবে। বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কেন্দ্রে থাকবে এই নীতি।’

তবে বাংলাদেশের নির্বাচন ইস্যু ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলতে নারাজ মার্কিন পররাষ্ট্র দফতর। এদিন যুক্তরাষ্ট্রের প্রকাশিত ‘সন্ত্রাসবাদ’ বিষয়ক প্রতিবেদন নিয়ে প্রশ্ন করেন সময় সংবাদের প্রতিনিধি।

২০২২ সালের সন্ত্রাসবিরোধী মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশ সরকার সক্রিয়ভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ছে। এতে বাংলাদেশে সন্ত্রাসী ঘটনা কমেছে। তবে নির্বাচন সংশ্লিষ্ট রাজনৈতিক সহিংসতাকে কেন্দ্র করে জঙ্গিগোষ্ঠীগুলোর পুনরুত্থানের শঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী এবং বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের কাজের কোনো পরিকল্পনা আছে কিনা- এমন প্রশ্ন করে সময় সংবাদ।

তবে প্রশ্নটির উত্তর এড়িয়ে যান মুখপাত্র মিলার। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র কয়েক দিন আগে একটি সন্ত্রাসবিরোধী প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনে যা বলা আছে, এর বাইরে আর কোনো মন্তব্য নেই।’

সন্ত্রাসবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন ‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম-২০২২’ প্রকাশিত হয় গত শুক্রবার (১ ডিসেম্বর)। প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়, বাংলাদেশ সরকার কঠোরভাবে জঙ্গি দমন অব্যাহত রাখায় ২০২২ সালে দেশে সন্ত্রাসবাদ কমেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ পুলিশ সদস্যরা গত অক্টোবরে জামা’আতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে নির্মূল করার জন্য অভিযানের ঘোষণা দেয়। কয়েক ডজন সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে সহযোগিতায় আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রশিক্ষণ কেন্দ্র পার্বত্য চট্টগ্রামে অভিযান পরিচালনা করেছে র‍্যাব।

প্রতিবেদনে বলা হয়, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। মার্কিন সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এবং বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটকে এবং দেশজুড়ে পুলিশের অন্যান্য ইউনিটকে নানা ধরনের সহযোগিতা দেয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ