শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশের জয় শান্তর সেঞ্চুরিতে

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১২৯ বলে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এছাড়া মুশফিকুর রহিম ৭৩ রান করেন।

অধিনায়ক শান্তর প্রথম সেঞ্চুরি, জয়ের পথে বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হওয়ার পর আজই প্রথম ওয়ানডে ফরম্যাটে মাঠে নামেন নাজমুল হোসেন শান্ত। আর প্রথম ম্যাচেই দুর্দান্ত এক সেঞ্চুরি এলো তার ব্যাট থেকে। ওয়ানডে ক্যারিয়ারে এটি শান্তর তৃতীয় সেঞ্চুরি। অধিনায়কের এমন ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের সুবাতাস পাচ্ছে টাইগাররা। শান্তকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম। অপরাজিত ফিফটি নিয়ে ব্যাটিং করছেন তিনি।

রিয়াদের বিদায়ে ভাঙলো প্রতিরোধ

লাহিরু কুমারার শর্ট বলে তুলে মারতে গিয়ে ক্যাচ দিলেন মাহমুদউল্লাহ। ৩৭ বলে ৩৭ রান করে থামলেন তিনি। তাতে ভাঙলো ৬৯ রানের জুটি।

ধাক্কা সামলাচ্ছেন শান্ত-রিয়াদ, জুটিতে ৫০ পার

২৩ রানে ৩ উইকেট হারানোর পর মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ধাক্কা সামলাচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন
দুজনের জুটিতে ইতিমধ্যে ৫০ রান পার হয়েছে।
হৃদয়ও ফিরলেন, ২৩ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

দুই ওপেনারের পর এবার তাওহীদ হৃদয়কেও হারালো বাংলাদেশ। ২৫৬ রান তাড়ায় ২৩ রানেই ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়েছে টাইগাররা।

এবার উইকেট ছুড়ে দিলেন সৌম্যও

এবার উইকেট ছুড়ে দিলেন বাংলাদেশের আরেক ওপেনার সৌম্য সরকার। দিলশান মাধুশাঙ্কার শর্ট বলে পুল নাকি হুক করবেন, এই দ্বিধায় বল তুলে দেন উপরে। সহজ ক্যাচ নিতে ভুল করেননি মাহিশ থিকসানা। ২.৫ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪ রান।

প্রথম বলেই আউট লিটন

শ্রীলঙ্কার ২৫৫ রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হলেন লিটন কুমার দাস। ৮ বল হলেও এখনও কোনো রান যোগ হয়নি বাংলাদেশের স্কোরবোর্ডে।

তিন পেসারের তোপে ২৫৫ তে অলআউট শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে ২৫৫ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। দলটির হয়ে সর্বোচ্চ ৬৯ বলে ৬৭ রান করেন জানিথ লিয়াঙ্গে। এছাড়া অধিনায়ক কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ৭৫ বলে ৫৯ রান। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন ৩ পেসার শরিফুল, তাসকিন ও তানজীম সাকিব।

থিতু হওয়া মেন্ডিসকে ফেরালেন তাসকিন

একপাশ আগলে রেখে শ্রীলঙ্কাকে এগিয়ে নিচ্ছিলেন অধিনায়ক কুশল মেন্ডিস। আক্রমণে ফিরেই তাকে আউট করলেন তাসকিন আহমেদ। ফেরার আগে ৭৫ বলে ৫৯ রান করেন তিনি। ৩৬.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৯৭ রান।

কুশলের ফিফটি, এগোচ্ছে শ্রীলঙ্কা

অন্যপাশে সতীর্থরা থিতু হতে না পারলেও একপ্রান্ত আগলে রেখেছেন শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডসি। ইতিমধ্যে ৬৭ বলে ফিফটি তুলে নেন তিনি। ৩৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১৭৪ রান।

মিরাজে ভাঙলো শ্রীলঙ্কার প্রতিরোধ

আসালাংকা ও কুশল মেন্ডিস মিলে প্রতিরোধ গড়েছিলেন। তবে তাদের ৪৪ রানের প্রতিরোধ ভাঙেন মেহেদী হাসান মিরাজ। তার বলে বোল্ড হয়ে ফেরার আগে ১৮ রান করেন তিনি। ২৫.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১২৯ রান।

১০০ পার শ্রীলঙ্কার

শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ ১০০ পার হয়েছে। অধিনায়ক কুশল মেন্ডিস ও আসালাংকা মিলে প্রাথমিক চাপ সামলাচ্ছেন। ১৯.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১০৩ রান।

উড়ছেন সাকিব, উড়ছে বাংলাদেশ

৭১ রানের ওপেনিং জুটিতে বেশ ভালো শুরু করে শ্রীলঙ্কা। তবে এরপর মাত্র ১৩ রানের মধ্যে ৩ উইকেট তুলে লঙ্কানদের বিপদে ফেলে দেন টাইগার পেসার তানজীম হাসান সাকিব। সর্বশেষ তার শিকার হয়ে ফিরলেন সাধিরা সামারাবিক্রমা। ১৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪ রান।

আবার সাকিবের শিকার, এবার ফিরলেন নিশাংকা

আভিষ্কার পর আরেক লঙ্কান ওপেনার পাথুম নিশাংকাকেও ফিরিয়ে দিলেন তানজীম সাকিব। শর্ট বলে পুল করতে গিয়ে আগেভাগে শট খেলে ফেলেন নিশাংকা। বল ব্যাটের একেবারে নিচের দিকের কানায় লেগে ক্যাচ যায় স্প্লিপে থাকা সৌম্যর হাতে। ১১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৭৩ রান।

আভিষ্কাকে ফিরিয়ে স্বস্তির উইকেট এনে দিলেন সাকিব

টি-টোয়েন্টি সিরিজে নিজের ছায়া হয়ে থাকা শ্রীলঙ্কান ওপেনার আভিষ্কা ফার্নান্দো আজ যেন ছন্দ ফিরে পান। তবে ভয়ঙ্কর হয়ে ওঠা এই ওপেনারকে ফিরিয়ে টাইগারদের স্বস্তি এনে দিলেন পেসার তানজিম হাসান সাকিব। ১০ ওভারে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৭১ রান।

আভিষ্কা আর নিশাংকার ব্যাটে ঝড়ো শুরু শ্রীলঙ্কার

টস জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কাকে ঝড়ো শুরু এনে দিয়েছেন দুই ওপেনার আভিষ্কা ফার্নান্দো আর পাথুম নিশাংকা। ৬.৪ ওভারেই লঙ্কানদের দলীয় সংগ্রহ ৪০ ছাড়িয়েছে।

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মোস্তাফিজ

টি-টোয়েন্টি সিরিজ শেষে শুরু হলো ওয়ানডের লড়াই। আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। তার আগে টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশাল মেন্ডিস।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশে নেই মোস্তাফিজুর রহমান। দলে নেয়া হয়েছে তানজিম হাসান সাকিবকে।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহীম, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসরাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা এবং লাহিরু কুমারা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ