রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশের ওয়ানডে অধিনায়কও সাকিব

বাংলাদেশ জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হয়েছে। আপাতত বিশ্বকাপ পর্যন্ত তিনি দায়িত্ব নিতে রাজি হয়েছেন।

আজ শুক্রবার (১১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই খবর নিশ্চিত করেন।

সাকিবকে অধিনায়ক করা প্রসঙ্গে আজ নাজমুল বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সাকিবকে অধিনায়ক করা হয়েছে।

বিশ্বকাপ ও এশিয়া কাপের দল আগামীকাল ঘোষণা করা হবে। আপাতত এশিয়া কাপের ১৭ জনের দল দেবেন নির্বাচকরা।’ অবশ্য এই দুই টুর্নামেন্টের মাঝে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ