বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশকে ব্লু চার্টার অ্যাকশন গ্রুপের নেতৃত্ব দেয়ায় জন্য কমনওয়েলথের আহ্বান

জলবায়ু পরিবর্তন ইস্যুতে দৃঢ় ভূমিকা রাখায় ‘কমনওয়েলথ ব্লু চার্টার’-এর অধীনে গঠিত ‘অ্যাকশন গ্রুপে’ বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বলা হয়ে, কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বুধবার মিসরের শারম আল শেখে কোপ-২৭ এর সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠককালে এই আহ্বান জানান।

ব্লু-চার্টার কমনওয়েলথ দেশগুলোকে সমুদ্র সুরক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পদ্ধতিতে একসঙ্গে কাজ করতে সহায়তা করে।
বৈঠকে তারা কমনওয়েলথ সদস্য রাষ্ট্রগুলোর বিশেষ আগ্রহের বিষয় কোপ-২৭ এর বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একটি উচ্চ-পর্যায়ের কোর গ্রুপ গঠনের জন্য কমনওয়েলথ মহাসচিবের পরামর্শকে স্বাগত জানান। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কমনওয়েলথ বৃত্তির সংখ্যা বৃদ্ধি করারও অনুরোধ জানান।

মহাসচিব কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং-এর মাধ্যমে কমনওয়েলথ সদস্য দেশগুলোর তরুণদের প্রশিক্ষণের একটি নতুন সুযোগ তৈরি করা হচ্ছে বলে মন্ত্রীকে অবহিত করেন।
বৈঠকে মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ