রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক টিম গঠন

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন সমন্বয়ক টিম গঠন করেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহকে সাংগঠনিক টিমের প্রধান করা হয়েছে। টিমের সমন্বয়ক করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে এবং যুগ্ম-সমন্বয়ক করা হয়েছে সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনকে।

এছাড়াও টিমের সদস্য হিসেবে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কিমিটির সদস্য আনিসুর রহমান ও মোঃ গোলাম কবীর রাব্বানী চিনু।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ