বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বয়স হয়েছে, একটু ম্যাচিউর হয়েছি, জানালেন পরীমণি

অভিনেত্রী সামসুন্নাহার স্মৃতি পরীমণি একাধিক বিয়ে, বিচ্ছেদ ও মাদক পাচার মামলায় জড়িয়ে জেলে গেছিলেন। বিয়ের আগেই সন্তানসম্ভবা হন। সর্বশেষ স্বামীকে অমানুষ বলে ডিভোর্স দেন। এবার বললেন তিনি ম্যাচিওর হচ্ছেন।

দীর্ঘ বিরতির পর সম্প্রতি রেজা ঘটক পরিচালিত ‘ডোডোর গল্প’ সিনেমা দিয়ে শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী পরীমণি। প্রথম লটের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। ঢাকার ইস্কাটনের একটি শুটিং হাউসে চলছে দ্বিতীয় লটের শুটিং। সেখানেই শুটিংয়ের ফাঁকে আগামী কাজ ও সিনেমা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরীমণি।

মা হওয়ার পর কেমনভাবে জীবন পরিবর্তন হয়েছে সেই প্রসঙ্গে পরীমণি জানান, “বয়স হয়েছে, একটু ম্যাচিউর হয়েছি।একজনের দায়িত্ব নিয়েছি। তার সবকিছু আমাকে করতে হয়। কোথাও যেন মানসিকভাবে বড় হয়ে গিয়েছি। সময়কে বিশ্বাস করতে হবে। “

অভিনেত্রী জানান, “সিনেমার গল্প বাছাইয়ে এখন অনেকটাই সচেতন তিনি। আগে ১০ টা কাজের মধ্যে আমি ৯ টা কাজই না ভেবে করে ফেলেছি।এমন বহুবার হয়েছে যেখানে প্রফেশনের বাইরে গিয়ে ব্যক্তিগত খাতিরে কাজগুলো করে দিয়েছি। কিন্তু আমি এখন খুব ‘না’ বলা শিখেছি। এখন স্ট্রংলি ‘না’ বলতে পারি।”

তিনি বলেন, “এই যে নতুন কাজগুলো করছি এগুলো কিন্তু আমি একদিনে সিদ্ধান্ত নেইনি। বিগত দুই বছর ধরেই এই কাজের কথাগুলো হচ্ছিল। ‘ডোডোর গল্প’এ প্রায় ৬ মাস আগে থেকেই যুক্ত হয়েছি প্রস্তুতি নিচ্ছি।”

‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধলেন পরী। সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমনি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক।

প্রসঙ্গত, পরীমণিকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে ‘মা’ নামের একটি সিনেমায়। যেটিতে তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এরপর ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘পাফ ড্যাডি’ নামে আরেক চলচ্চিত্র।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ