বগুড়ায় সোমবার রাতে শহরের সেউজগাড়ি এলাকায় হাবিবুর রহমান খোকন(৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ খুনিদের ফেলে যাওয়া দুটি মোটর সাইকেল ঘটনাস্থলে ২টি মটর শহরের কারমাইকেল রোড থেকে উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানিয়েছে, রাত ৮ টার দিকে সেউজগাড়ি ক্যাল্যার বাজার সন্নিকট এলাকা থেকে সামনে ওই যুবককে দুর্বত্তরা ধাওয়া করে নিয়ে যায়। স্থানীয় পালপাড়া ইসকন মন্দিরের সামনের রাস্তায় দুর্বত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে খোকনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করে।
এব্যাপারে বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জাান হত্যাকান্ডের বিষয়ে বিস্তারিত কোন মন্তব্য না করে জানিয়েছেন, লাশ উদ্ধার করে মর্গে আনা হয়েছে পুলিশ বিষয়টি তদন্ত করছে। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানিয়েছেন, নিহত ব্যক্তির বাড়ি শহরের মালতিনগর দক্ষিন পাড়ায়। তার পেশার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি বলে উল্লেখ করেন। কারা এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত তা তদন্ত চলছে বলে জানান।







