রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ খুলে দেয়া হয়েছে

ফেসবুক এবং হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আজ বিকেলে খুলে দেয়া হয়েছে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) জানায়, আজ বুধবার দুপুর ২টার পর থেকে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলে দেয়া হয়েছে।

পূর্ণাঙ্গ পরিষেবাগুলি পুনরায় চালু করতে ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।
বিটিআরসি ভবনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই সিদ্ধান্তের কথা জানান।
সকালে মেটার (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম) সিঙ্গাপুরের এশিয়া সদর দপ্তরের সঙ্গে (অনলাইন প্লাটফর্মে) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে অফিস স্থাপন, মিস-ইনফরমেশন, ডিস-ইনফরমেশনজনিত যেকোনো অস্থিরতা নিরসনে ফ্যাক্ট চেকিং জোরদারের উদ্যোগ গ্রহণসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের পর জুনাইদ আহমেদ পলক বলেন, এই প্ল্যাটফর্মগুলি ই-কমার্স এবং এফ-কমার্স সাইটগুলির ব্যবসার সুবিধার্থে পুনরায় চালু হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ