শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফরচুন বরিশাল শিবিরে যোগ দিবেন নবী

আর মাত্র ৫ দিন পর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। আর ২৭ ডিসেম্বর অনুশীলন শুরু করবে ফরচুন বরিশাল। সবার আগে দলের সঙ্গে দিতে আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকায় আসছে মোহাম্মদ নবী।

বুধবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বরিশাল। স্থানীয় সময় বিকেল ৫টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এই আফগান তারকা।

এদিকে শেষ মুহূর্তে শাহিন আফ্রিদিকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী ২৭ তারিখ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

তারকাখচিত বরিশাল স্কোয়াডে শাহিন আফ্রিদির যুক্ত হওয়া নিশ্চিতভাবেই শক্তি বাড়াবে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। সরাসরি সাইনিং এবং ড্রাফট মিলিয়ে শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে ফরচুন বরিশাল।

ফরচুন বরিশাল স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার, শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স ও মোহাম্মদ নবী।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ