মিউজিক্যাল ফিল্ম নিয়ে নতুন পরিচয়ে হাজির হবেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সাদিয়া ইসলাম রোজার নির্মাণে ‘বাগান বিলাস’ নামে ফিল্মটি মুক্তি পাবে আজ সোমবার (২৭ জানুয়ারি)।
মিউজিক্যাল এই ফিল্মটিতে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম ও প্রীতম হাসান। গানের পাশাপাশি জয়ার সঙ্গে অভিনয়ও করেন তারা।
এর আগে এক ফেসবুক পোস্টে জয়া আহসান লিখেছিলেন, “আমাদের ‘বাগান বিলাস’, ২৭ জানুয়ারি, রাত ৯ টায়।”
এমন একটি কাজ আসছে, অনেক আগেই ইঙ্গিত দিয়েছিলেন জয়া। এবার দেখতে দেখতে চলে আসল এটির মুক্তির প্রহর। সোমবার (২৭ জানুয়ারি) ‘বাগান বিলাস’ মুক্তি পেয়েছে।
গত ২০ জানুয়ারি সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সাথে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছিলেন, তাদের সাথে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে।