সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তামিম, বললেন ক্রিকেট নিয়ে কথা

প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফায় দেখা করেছেন জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছে, তা বিস্তারিতভাবে খুলে বলেননি তিনি।

বৃহস্পতিবার রাতে স্ত্রী আয়েশা সিদ্দিকাকে সঙ্গে নিয়ে দেখা করেন তামিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেন এ ওপেনার।

ফেসবুক পোস্টে তামিম লেখেন-মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের। তবে কি বিষয়ে আলোচনা করেছেন সেটা পরিষ্কার করে বলেননি।

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে তিনি বলেন, বিশেষ কোনো প্রয়োজনে নয়, এমনিতেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তবে ক্রিকেট নিয়ে একদমই কথা হয়নি তেমন নয়, অল্প কিছু কথা হয়েছে বলে জানান তামিম।

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন আচমকা অবসর নেন তামিম। এর পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও তামিম-মাশরাফির উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি।

সেখানে শেখ হাসিনার অনুরোধে ক্রিকেটে ফিরে আসেন তিনি। কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে পারেননি তামিম। এটা নিয়েও জলঘোলা হয়েছে অনেক দূর।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ