বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হলেন মনিরা বেগম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ পদে নিয়োগ পেয়েছেন বিসিএস প্রশাসন যুগ্মসচিব মনিরা বেগম। তিনি এতদিন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ (যুগ্মসচিব) পদে দায়িত্ব পালন করে আসছিলেন। মনিরা প্রশাসনের ২০ ব্যাচের কর্মকর্তা।

অন্যদিকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে নিয়োগ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (যুগ্মসচিব) আল মামুন মুর্শেদকে। বৃহস্পতিবার রাতে তাদের দুজনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ দেওয়া হয়। আর প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সালাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব করে সরকার।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ