শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রথম আলো অফিসের সামনে জিয়াফত কর্মসূচি, সরাতে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর কারওয়ানবাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে ‘জিয়াফত’ ও ‘গরু জবেহ’ কর্মসূচি ঘিরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী অবস্থান করছিল। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং হামলাকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে পুলিশ।এসময় একটি শিশুকে আহত হতে দেখা যায়।

বর্তমানে পুলিশ সদস্যরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হলেও পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ওই এলাকায় অবস্থান করছেন।

বিকেল থেকে এক দল লোক সেখানে জড়ো হয়ে বিক্ষোভ কর্মূসচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতি হয়। সন্ধ্যায় তা গড়ায় সংঘাতে।

ঢাকার কাওরানবাজারে দৈনিক প্রথম আলো’র কার্যালয়ের সামনে অবস্থান নেয়া লোকজনকে সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ