সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশের কর্মবিরতি প্রত্যাহার

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও থানায় হামলার পর যে কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১১ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর এই কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন পুলিশ সদস্যরা।

আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান এ ঘোষণা দেন।

গণমাধ্যমকে তারা জানান, সরকারের কাছে যেসব দাবি জানানো হয়েছিল, তার বেশিরভাগই মেনে নেয়ার আশ্বাস মিলেছে। তাই কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে বলে জানান তারা।

বৈঠকে পুলিশের আইজি, র‌্যাবের ডিজিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ