শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পায়রা বন্দরের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত ১২৯ পরিবারের মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত গৃহহীন ১২৯ পরিবারের পুনর্বাসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১০টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে সম্মিলিত নাগরিক অধিকার জোট, কলাপাড়া ও পায়রা বন্দরের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া এসময় সম্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি সৈয়দ মো. রেজাউল করিম, লালুয়া ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন তপন বিশ্বাস, লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. তারিকুল ইসলাম খান, সাধারন সম্পাদক মো. ফোরকান প্যাদা, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে মো. জসিম উদ্দিন, মো. শামীম, মো. বেল্লাল গাজী প্রমূখ।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, সরকার তৃতীয় সমুদ্র বন্দর নির্মানের জন্য ভূমি অধিগ্রহন করায় লালুয়া ইউনিয়নের নয়াকাটা, বানাতীপাড়া, চান্দুপাড়া মৌজার ক্ষতিগ্রস্তদের বসত ঘর-বাড়ি, চাষের জমি অন্তর্ভূক্ত হয়। কিন্তু দূর্ভাগ্যের বিষয় ক্ষতিগ্রস্ত হিসেবে ১২৯টি পরিবার এখনও কোন ঘর বরাদ্দ পায়নি। তাই এসব অসহায়-গরীব পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ