কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পাকুন্দিয়া উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনের সামনে এইসব বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন।
এই সময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরে ই আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজা আক্তার, স্বর্ণা চক্রবর্তীসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ও স্থানীয় কৃষকেরা।
পাকুন্দিয়া উপজেলা কৃষি অফিস জানায়, ২০২৫-২০২৬ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় মাঠ পর্যায়ে সবজি চাষ বাড়াতে উপজেলার ৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ৩৬০ জন কৃষকের প্রত্যেককে ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং ৭০ জনকে লাউ বীজ, ১৪০ জনকে বেগুন বীজ, ৫০ জনকে মিষ্টি কুমড়া ও ১০০ জনকে শসার বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া পারিবারিক পুষ্টি বাগানে আগ্রহী ২৪০ জন কৃষাণ-কৃষাণীর প্রত্যেককে বিনামূল্যে বেগুন, পালংশাক, লাল শাক, মটর, লাউ, মুলাসহ অন্যান্য সবজি বীজ বিতরণ করা হয়েছে।