চলতি সময়ের জনপ্রিয় উপস্থাপিকা নীল হুরেরজাহান। খেলা, বিনোদন এবং করপোরেটভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার নতুন মাইলফলক স্পর্শ করলেন নীল। তার উপস্থাপনায় ৫০০ পর্ব পেরিয়েছে নিউজ টুয়েন্টি ফোরের ‘ইটস অ্যামেজিং’- শীর্ষক অনুষ্ঠানটি। ২০১৯ সাল থেকে প্রচার হয়ে আসছে এ অনুষ্ঠান। বিষয়টি নিয়ে নীল বলেন, এ এক অভূতপূর্ব অভিজ্ঞতা। দেখতে দেখতে ৫০০ পর্ব পেরিয়ে গেছে এই অনুষ্ঠান। ভাবা যায়! অত্যন্ত গর্ব আর আনন্দের ব্যাপার আমার জন্য! আমার একক উপস্থাপনার একটি অনুষ্ঠান ৫০০ পর্ব ছাড়িয়েছে। একটি মাইলফলক বৈকি! ৫০০ পর্ব পূর্তির গ্র্যান্ড সেলেব্রিশনটা বাকি রয়ে গেল। এরমধ্যে শুরু হয়েছে অনুষ্ঠানটির নতুন বছরের রেকর্ডিং।
নীল আরও বলেন, দর্শকের কাছ থেকে অভূতপূর্ব সাড়া আমাদের গোটা টিমের জন্য বড় অর্জন। সব সময়ের মতো অ্যামেইজিং টিমের প্রতি অনেক ভালোবাসা। কৃতজ্ঞতা শুরু থেকে এই অবধি সঙ্গে থাকা নিউজ ২৪ এর সবার প্রতি। এভাবেই দর্শকদের জন্য ভালো ভালো অনুষ্ঠান নিয়ে সামনের পথটা এগিয়ে যেতে চাই।