বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ দল পাঠাবেনা ইইউ: ইসি সচিব

নিজেদের বাজেট স্বল্পতার কারণেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ দল পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। তিনি আরও বলেন, ইমেইলে পাঠানো ইইউ’র চিঠিতে নির্বাচন নিয়ে কোনো শংকার কথা নেই।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সাথে এ কথা বলেন কমিশন সচিব।

এ’সময় তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন একটি ইমেইল পাঠিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে। চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ মিশন পাঠাতে আর্থিক বিষয় জড়িত থাকে; এ অবস্থায় ইইউ’র প্রধান কার্যালয় ২০২৩-২৪ অর্থবছরে নিজেদের বাজেট স্বল্পতার কারণে পুরো টিম না পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, তারা পূর্ণাঙ্গ কথাটি বলেছেন। কাজেই ছোট দল পাঠাবেন, নাকি এ দেশে যারা আছেন তারাই করবেন…। কেননা, তারা যোগাযোগ অব্যাহত রাখার কথা বলেছেন।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কথা আছে কি না জানতে চাইলে কমিশন সচিব বলেন, চিঠির ভাষায় এ জাতীয় কিছুর উল্লেখ নেই।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ