শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচনে বাধা নিয়ে পশ্চিমারা চুপ কেন: ওবায়দুল কাদের

ফাইল ফটো।

রাজনীতিতে যখন ভোটের হাওয়া, তখন নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপির কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা কেন নিরব, সেই প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৯ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে একটা দল ও দোসররা হরতাল-অবরোধ ডাকছে, পুলিশ হত্যা করেছে, এমন কর্মকাণ্ড তো নির্বাচন বানচালের জন্য করছে, সংবিধানকে চ্যালেঞ্জ করছে, এসবের তো কোনো প্রতিকার নেই। ভোটকে যারা বাধাগ্রস্ত করছে, তাদের এ ব্যাপারে কারো কোনো কথা নেই।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধা দিচ্ছে, প্রতিনিয়ত অগ্নিসংযোগ করছে; যারা মানবাধিকার ও বাংলাদেশে সুশাসন, সুষ্ঠু নির্বাচনের কথা বলে, তারা কেন এখন নিরব? নির্বাচন যারা বাধাগ্রস্ত করছে, তাদের ব্যাপারে কেন নিরব, সুশীল সমাজের কাছে প্রশ্ন। এখনতো কেউ কিছু বলে না। ইউরোপও কিছু না, আমেরিকাও কিছু বলে না।

কাদের আরও বলেন, ওয়াশিংটনে কি এখানকার খবর পৌঁছাতে দেরি হচ্ছে? ব্রাসেলসে পৌঁছাতে কি দেরি হচ্ছে? নির্বাচনে বাধা দেয়া নিয়ে তো কত কথাই বলা হয়েছে। এখন তো প্রকাশ্যে তারা বাধা দিচ্ছে, নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তারা তো আগে বলেছিল, নির্বাচন বাধাগ্রস্ত করার মতো কাজ যারা করবে, সে ব্যাপারে স্পষ্ট অবস্থান জানিয়েছিল, এখন কেন কিছু বলছে না?

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ