কিশোরগঞ্জের নিকলী উপজেলার বিভিন্ন বিদ্যালয়সহ ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) ফৌজিয়া খান।
রোববার (২ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন বিদ্যালয়সহ ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে যান তিনি।
তিনি শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয় ও নিকলী গোরাচাঁদ পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে ছাত্র ছাত্রীদের লেখা পড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান। এছাড়াও তিনি নিকলী উপজেলা ভূমি অফিস, জারুইতলা ইউনিয়ন পরিষদ ও জারুইতলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
এই সময় উপস্থিত ছিলেন-নিকলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি, নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষকগণ ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।









