রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ধর্মঘট স্থগিত, চেম্বারে বসবেন চিকিৎসকরা

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন দুই চিকিৎসক ডা. মুনা সাহা ও ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা।

মঙ্গলবার (১৮ জুলাই) চিকিৎসকদের জামিনের পর বিকেল ৪টা থেকেই প্রাইভেট চেম্বার ও অপারেশন আবার চালুর ঘোষণা দেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও বাংলাদেশ সোসাইটি অব সার্জন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) কনফারেন্স রুমে ফেডারেশন অব অল সোসাইটি বাংলাদেশের যৌথ সভা শেষে তিনি এ তথ্য জানান।

খুরশিদ আলম বলেন, সর্বশেষ খবর পেয়েছি- গ্রেফতার দুই চিকিৎসকের জামিন হয়েছে। তাই আপাতত চিকিৎসকদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিকেল থেকে প্রাইভেট চেম্বার ও অপারেশন চলবে।

এর আগে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত দুই চিকিৎসকের জামিন মঞ্জুর করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ