শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তালতলীতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

চুরি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহজাহান গাজীকে (২৫) তালতলী থানা পুলিশ গ্রেপ্তার করেছে ।

বুধবার সকালে তালতলী উপজেলার বাদুরগাছা গ্রামের বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন বিকেলে পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক আরিফুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, উপজেলার বাদুরগাছা গ্রামের কালাম গাজীর ছেলে শাহজাহান গাজীর বিরুদ্ধে ২০১৫ সালের ১৪ অক্টোবর বগুড়া জেলার শেরপুর থানায় একটি চুরির মামলা হয়। ওই মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিল। তার অনুপস্থিতিতে গত আগষ্ট মাসে বিচারকার্য শেষ হয়। ওই মামলায় তার এক বছরের সাজা হয়েছে।

বুধবার সকালে পুলিশ তাকে বাদুরগাছা গ্রামের তার বাড়ী থেকে গ্রেপ্তার করেছে। ওইদিন বিকেলে পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক আরিফুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খাঁন বলেন, চুরির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী শাহজাহান গাজীকে গ্রেপ্তার করে আমতলী আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ