রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা বিভাগ থেকে কিশোরগঞ্জকে সরানোর প্রস্তাবের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন

ঢাকা বিভাগ থেকে কিশোরগঞ্জকে সরিয়ে ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে সাধারণ ছাত্র-জনতা। এতে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষসহ রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন।

এই সময় বক্তারা বলেন, কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাব জেলার জনগণের মতামতের পরিপন্থী। সরকার যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে জেলাবাসী কঠোর আন্দোলনে নামবে বলে জানান বক্তারা।

১৮৬০ সালে বৃহত্তর ময়মনসিংহ জেলার একটি মহকুমা হিসেবে কিশোরগঞ্জকে প্রথম প্রতিষ্ঠা করা হয়। এরপর ১৯৮৪ সালে ময়মনসিংহ জেলা থেকে কিশোরগঞ্জ মহকুমা পৃথক করে জেলায় উন্নীত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ