সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিভিল প্রশাসনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করছে সেনাবাহিনী: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সিভিল প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী সমন্বয় করে কাজ করতে চায়। বর্তমানে সিভিল প্রশাসেনর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করছে সেনাবাহিনী।

সেনাপ্রধান বলেন, ডিসিদের এটাই বলা হয়েছে যে, সেনাবাহিনী চাইছে বেসামরিক বা সিভিল প্রশাসনের সঙ্গে আরও নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করতে। কর্মপদ্ধতির ভিন্নতা রয়েছে, কিন্তু আমাদের উদ্দেশ্য এক। জেলা প্রশাসকদের পক্ষ থেকে সেনাবাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে।

বেসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করছে’ মন্তব্য করে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘কয়েক জন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার স্পষ্ট করে কয়েকটি উদহারণ দিয়ে বলেছেন যে, সেনাবাহিনী কত ভালো কাজ করেছে এবং তারা (ডিসিরা) কত খুশি।’

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে অংশে নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘আমি গতবারও ব্যক্তিগতভাবে এখানে এসেছি। এবারও এলাম। কোনো প্রতিনিধি পাঠাইনি। আমার সশরীরে ডিসি সম্মেলনে পরপর দুই বছর উপস্থিতি হওয়া এটিই প্রমাণ করে যে, এটিকে (ডিসি সম্মেলন) কতটা গুরুত্ব আমি দিয়েছি।’

সেনাপ্রধান বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রশাসনের সঙ্গে মাঠপর্যায়ে যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখেন, তারা হলেন জেলা প্রশাসক। এ ছাড়াও বিভাগীয় কমিশনররা আছেন। এদিকে, বাংলাদেশ সেনাবাহিনী সরকারের অনেক দায়িত্ব পালন করে, যেগুলো কিন্তু বেসামরিক প্রশাসনের আওতায়।’

তিনি বলেন, ‘আমরা যেসব বেসামরিক কাজ করি, তা বেসামরিক প্রশাসনের পূর্ণ সহযোগিতা ছাড়া অসম্ভব। সেনাবাহিনী চায়, বেসামরিক প্রশাসনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে সরকার প্রদত্ত যেকোনো দায়িত্ব সুন্দরভাবে শেষ করতে। তাদের (বেসামরিক প্রশাসন) সঙ্গে কাজ করে আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছি। কেননা আমাদের উদ্দেশ্য একই। দেশ ও দেশের মানুষের সেবা।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ