বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডয়েচে ভেলেকে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মাদকসহ গ্রেফতার

ডয়েচে ভেলেকে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলমকে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রোববার সন্ধ্যায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

সম্প্রতি ডয়চে ভেলেতে র্যাবকে নিয়ে নির্মিত তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়ে আলোচনায় এসেছিলেন নাফিজ আলম। তিনি কয়েকটি মামলার আসামি।

২০১৭ সালে উত্তরায় কিশোর আদনান কবির হত্যা মামলার আসামি ছিলেন নাফিজ।

গতকাল সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে আজ সোমবার সকালে গণমাধ্যমকে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ আরও জানান, ‘গ্রেফতারের সময় নাফিজের বাসা থেকে বিদেশি মদের পূর্ণ, অর্ধেক ও খালি বোতল এবং পুলিশের স্টিকারযুক্ত একটি মোটরবাইক জব্দ করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।’

এ ঘটনায় আজ ভাটারা থানায় পুলিশ নাফিজের বিরুদ্ধে একটি মাদকের মামলা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি এবিএম আসাদুজ্জামান।

এর আগে ২০২১ সালের নভেম্বরে র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছিলেন নাফিজ। সেই সময় নাফিজের বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানিয়েছিল র্যাব। তখন তার বিরুদ্ধে ৩টি মামলা করা হয়েছিল। তার মধ্যে একটি মাদক, অপরটি পর্নোগ্রাফি আইনে এবং আরেকটি বিটিআরসির অধীনে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ