সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ঠাকুরগাঁও বিজিবি ব্যাটালিয়ন (৫০ বিজিবি’র) বিপুল পরিমাণ মাদক দ্রব্য ধ্বংস করে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে বিজিবি’র মাঠ প্রাঙ্গনে মাদক দ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বিজিবি’র রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রিডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি।

“মুজিব বর্ষের অঙ্গীকার সুরক্ষিত রাখিব বর্ডার” এই শ্লোগানে ঠোকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি’র) আয়োজনে ধ্বংস কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি বিজিবি’র রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রিডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি’র) অধিনায়ক লে: কর্নেল মো: তানজীর আহম্মদ।

এ সময় বিজিবি’র বিভিন্ন কর্মকর্তা, বিজিবি হাসপাতালের অধিনায়ক, বেসামরিক প্রশাসন, পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রায় ৬৯ লাখ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এনএফ/এসএ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ