বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাভার স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন এর পক্ষ থেকে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহিদদের মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ঢাকার সাভারস্থ স্মৃতিসৌদের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এসোসিয়েশনের মাননীয় আহবায়ক এবং সিনিয়র জেলা ও দায়রা জজ এ.এইচ. এম. হাবিবুর রহমান ভুঁইয়া।

সংগঠনের সদস্য সচিব ও ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনাল এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ মজিবুর রহমান, ঢাকা মহানগর দায়রা জজ মোঃ আসাদুজ্জামান,পাবনা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহাম্মদ, নারায়ণগঞ্জ জেলার জেলা ও দায়রা জজ আসসামস মোহাম্মদ জগলুল হোসেন, ঢাকার বিশেষ জজ ১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম, নওগাঁ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ মেহেদী হাসান তালুকদার, বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশন এর মহাসচিব এবাং ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম জীনাত সুলতানা, সুপ্রীম কোর্টের লিগ্যাল এইড অফিসার (অতিরিক্ত জেলা জজ) বেগম ফারাহ মামুন, ঢাকার ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) মোঃ আলমগীর হোসাইনসহ ঢাকা জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচারকগণ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ