জাতীয় ভারোত্তোলনে ৬০ কেজি ওজন শ্রেণিতে কিশোরগঞ্জের আজাহার একাডেমি ভারোত্তোলন ক্লাবের নূরে আলম সিদ্দিকী সোনা জয় পেয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার হ্যান্ডবল স্টেডিয়ামে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০৭ কেজি তুলে সেরা হন তিনি।
একই ওজন শ্রেণিতে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার বেলাল হোসেন (১৯৮ কেজি) রুপা ও বাংলাদেশ সেনাবাহিনীর আশিকুর রহমান তাজ (১০৬ কেজি) ব্রোঞ্জ পেয়েছেন।
জাতীয় ভারোত্তোলনের তৃতীয় দিনে চারটি সোনার তিনটিই জিতেছে পরিচিত সংস্থাগুলোর অ্যাথলেটরা।