শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় পার্টির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: নানক

ফাইল ফটো।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জাতীয় পার্টির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (৬ ডিসেম্বর) রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নানক জানান, ‘আমরা আলাদা আলাদাভাবে নিজ নিজ জায়গা থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবো।’

এরআগে দুপুরে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছিলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে ফোন করা হয়েছে। তারা আমাদের সঙ্গে বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলতে চায়।’

তবে আসন ভাগাভাগি নিয়ে কোনো কথা হবে কি না সে বিষয়টি তিনি পরিষ্কার করেননি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেহেতু বড় দল, আমরা তাদের সাথে আজ সন্ধ্যার পর কথা বলবো। আজকের সন্ধ্যার বৈঠকে চেয়ারম্যান যাবেন না, কো-চেয়ারম্যান এবং মহাসচিব যাবেন। প্লেস ঠিক হয়নি।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ