বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসনে কোনো নির্দেশনা নেই: মন্ত্রিপরিষদ সচিব

জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে তেমন কোনো নির্দেশনো নেই বলে জানিয়েছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তবে তিনি বলেছেন, ‘নির্বাচনে মাঠ প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

বুধবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈশ্বিক সংকট চলছে। চ্যালেঞ্জের সঙ্গে কিছু সম্ভাবনা বা সুযোগ তৈরি হয়। সরকারের সুচিন্তিত ও বাস্তবমুখি পরিকল্পনা নিলে দেশ আরও এগিয়ে যাবে।

আরও পড়ুন: সরকারের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব: নতুন মন্ত্রিপরিষদ সচিব

তিনি বলেন, সরকার যে সাশ্রয়ের মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছে সেটা ধরে রাখলে দেশের লাভ হবে। যেভাবে এগিয়ে যাচ্ছে আগামীতে সংকট কমে আসবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব হিসেবে মাহবুব হোসেনকে পদায়নের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ছিলেন।

বুধবার মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব নেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ