বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জয় দিয়ে নতুন বছর শুরু বার্সেলোনার

স্প্যানিশ লা লিগায় জয় দিয়ে নতুন বছর শুরু করলো বার্সেলোনা। লাস পালমাসকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে কাতালানরা।

পালমাসের মাঠে শুরুতে ধারহীন ছিল বার্সেলোনা। একাদশ মিনিটে জোয়াও ক্যানসেলোর ইনজুরিতে আরও কোনঠাসা হয়ে পড়ে দলটি। সেই সুযোগে এগিয়ে যায় পালমাস।

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে ফিরে খেলার ধার বাড়ায় কতালানরা। ৫৫ মিনিটে দলকে ম্যাচে ফেরান ফেরান তোরেস। এরপর অনেকগুলো সুযোগ পেয়েও নির্ধারিত সময়ে বল জালে জড়াতে ব্যর্থ হওয়ায় পয়েন্ট হারানোর শঙ্কার পড়ে বার্সেলোনা।

যোগ করা সময়ে সুযোগ আসে কাতালানদের। স্পটকিক থেকে সে সুযোগ হাতছাড়া করেনি জার্মান ফরোয়ার্ড এলকাই গুন্দুয়ান।

শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। আর এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো দলটি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ