বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে কানিজ সুর্বনা স্বর্ণালী নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পাশেই পাশেই নিথর অবস্থায় পড়েছিল স্বর্ণালীর ৯ মাসের শিশু নাজিমের নিথর দেহ। তার পরিবারের দাবি, হতাশাগ্রস্ত হয়ে শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বর্ণালী।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই ঘর থেকে মরদেহটি দু’টি উদ্ধারের করা হয় বলে ভাষ্য পুলিশের। পুলিশ বলছে, এটি হত্যা নাকি আত্মহত্যার ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
স্বর্ণালীর পরিবারের সদস্যদের দাবি, স্বর্ণালী স্থানীয় ছাত্রলীগ (নিষিদ্ধঘোষিত) নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন জুয়েল। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দি রয়েছেন। এই টানাপোড়নের কারণে হতাশ হয়ে পড়েন জুয়েলের স্ত্রী। সবশেষ ৯ মাসের সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন তিনি। সর্বশেষ শুক্রবার দুপুরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়; এসময় শিশুটির মরদেহ পড়েছিল পাশেই।
নিহতের ভাই পরিচয়ে শুভ হালদার ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘আমার বোনের জামাই থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন। হাসিনার পতনের পর থেকে সে কারাগারে। জামিন হওয়ার কথা ছিল, তা হয়নি। এ নিয়ে আমার বোন মানসিকভাবে ভেঙে পড়ে। আমরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করি। কিন্তু সে মানসিকভাবে ভেঙে পড়ে এমন ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি।’
বাগেরহাট সদর থানার ওসি মো. মাসুম খান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কানিজ সুর্বনা স্বর্ণালী ও তার ৯ মাসের শিশু সন্তান নাজিম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।







